অবকাঠামোগত উন্নয়নঃ
অতিথি কক্ষ নিমাণ করা , শিক্ষকদের জন্য একটি কমনরুমের ব্যবস্থা করা, হিসাব শাখা ডিজিটালাইজড করা, গাড়ী ও সাইকেল গ্যারেজ নিমাণ করা।
দক্ষতা, প্রশিক্ষণ ও পলিসি উন্নয়নঃ
শিক্ষাক্রমের প্রবিধান ও পাঠ্যসূচী দেশ ও বিদেশের চাহিদার আলোকে পরিমার্জন প্রস্তাবনা ও প্রেরণ। প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে ভোকেশনাল ট্রেডসমূহের প্রশিক্ষণ কার্যক্রমগুলোকে কম্পিটেনসি বেজড করা । এলাকা ভিত্তিক শ্রম বাজারের তথ্য সম্বলিত একটি ডাটাবেজ প্রনয়ণ করা। Community Based Training এর ব্যবস্থা গ্রহণ। RTOপ্রতিষ্ঠা করা। NTVQF বাস্তবায়ন করা। শিক্ষকদের ইনহাউজ ট্রেনিং এর ব্যবস্থা করা । ইস্টিটিউট পারফর্মেন্স বেজ মেনেজম্যান্ট প্রর্বতন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস